চট্টগ্রামে নতুন শনাক্ত ৩৫২

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত মঙ্গলবার ৩ হাজার ১০৫টি নমুনা পরীক্ষায় নতুন করে আরো ৩৫২ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। পরীক্ষাকৃত নমুনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১১.৩৩ শতাংশে। আগের দিন সোমবার ৩৯৭ জন শনাক্তে এ হার ছিল ১২.২৫ শতাংশ। হিসেবে আগের দিনের তুলনায় শেষ ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা ও হার দুটোই কমেছে। শেষ ২৪ ঘণ্টায় কোন মৃত্যু হয়নি বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। তবে আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ১ হাজার ৩৬০ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য পর্যালোচনায় দেখা যায়, নতুন বছরের শুরু থেকেই করোনা সংক্রমণ যেন লাফিয়ে লাফিয়ে বেড়েছে চট্টগ্রামে। বছরের প্রথম দিন শনাক্তের হার ছিল ১ শতাংশের ঘরে। কয়েকদিন আগে শনাক্তের হার ৪০ শতাংশে ঠেকে। সর্বশেষ এই হার ১২ শতাংশের ঘরে নেমেছে। মঙ্গলবার পর্যন্ত সবমিলিয়ে চট্টগ্রামে করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৩২৫ জনে।

পূর্ববর্তী নিবন্ধআ.লীগ নেতা ফারুক মাহমুদ স্মরণে মুক্তিযুদ্ধের প্রজন্মের সভা
পরবর্তী নিবন্ধনিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস ও ইনোভারের মধ্যে চুক্তি স্বাক্ষর