চট্টগ্রামে নতুন শনাক্ত ৩৬ মৃত্যু ১

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৮ অক্টোবর, ২০২১ at ৭:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণের হার ২ দশমিক ১২ শতাংশ। এ সময় ১ হাজার ৬৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ৩৬ জনের মধ্যে নগরীর ১৩ জন এবং ১০ উপজেলার ২৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ১ হাজার ৯৪০ জন। এর মধ্যে ৭৩ হাজার ৭৯৩ জন নগরীর ও ২৮ হাজার ১৪৭ জন উপজেলার। উপজেলায় আক্রান্তদের মধ্যে সাতাকানিয়ায় ৫ জন, হাটহাজারী ও চন্দনাইশে ৪ জন করে, সীতাকুণ্ডে ৩ জন, বোয়ালখালীতে ২ জন এবং রাউজান, ফটিকছড়ি, লোহাগাড়া, বাঁশখালী ও পটিয়ায় ১ জন করে রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা এখন ১ হাজার ৩০৫ জন। এর মধ্যে ৭২০ জন নগরীর বাসিন্দা ও ৫৮৯ জন উপজেলার। চট্টগ্রামের সিভিল সার্জন গতকাল বৃহস্পতিবার আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধদেশে ৭ মাসের সর্বনিম্ন মৃত্যু ১২
পরবর্তী নিবন্ধকুমিরা ঘাটে মালবাহী ট্রলার ডুবি