চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৪ জন নগরীর ও বাকী ৮ জন উপজেলার বাসিন্দা। এসময় ১ হাজার ৮২৫ টি নমুনা পরীক্ষা হয়। এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ২১৪ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৭৩ হাজার ৯৬১ জন, বাকি ২৮ হাজার ২৫৩ জন উপজেলার।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় একজনেরও মৃত্যু হয়নি। তবে এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনা ভাইরাসে এক হাজার ৩২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২২ জন নগরীর বাসিন্দা এবং ৬০০ জন উপজেলার বাসিন্দা। সিভিল সার্জন অফিস গতকাল শুক্রবার আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।