চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘন্টায় আরও ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪ জন নগরীর ও বাকী ৬ জন উপজেলার বাসিন্দা। এসময় ১ হাজার ৬২০ টি নমুনা পরীক্ষা হয়। এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ১৮২ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৭৩ হাজার ৯৪২ জন, বাকি ২৮ হাজার ২৪০ জন উপজেলার।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় করোনায় কারো মৃত্যু হয়নি। তবে এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনা ভাইরাসে এক হাজার ৩২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২১ জন নগরীর বাসিন্দা এবং ৬০০ জন উপজেলার বাসিন্দা।