চট্টগ্রামে নতুন শনাক্ত ১১৩

মৃত্যু আরও একজনের

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ জুন, ২০২১ at ৬:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি নগরীর বাসিন্দা। গত ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা ৬৩২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৪৫০ জন নগরীর এবং ১৮২ জন উপজেলার বাসিন্দা। সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে একহাজার ১৫৮টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে ১১৩ জন। চট্টগ্রামে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৩৩৪ জনে। এর মধ্যে মহানগরীর বাসিন্দা ৪৩ হাজার ১০৩ জন ও জেলার বাসিন্দা ১১ হাজার ২৩১ জন।
সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৯৫ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৯ জন নগরীর ও জেলার ৩০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। বিআইটিআইডিতে ২৮৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ১৫ জন ও জেলার ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ১১ জন ও জেলার ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে ৯৬ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৭ জন নগরীর ও ৭ জন জেলার বাসিন্দার করোনা পজেটিভ শনাক্ত হয়। কক্সবাজার মেডিকেল কলেজে ৬৩ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে জেলার ৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। ইপিক হেলথ কেয়ারে ৫ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ২ জনের পজেটিভ শনাক্ত হয়। ইমপেরিয়াল হাসপাতালে ১১৭ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। শেভরণে ২৬৪ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১৯ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ২ জন ও জেলার ১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। আরটিআরএল চট্টগ্রামে ৩১ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। মেডিকেল সেন্টার হাসপাতাল চট্টগ্রামে ১৮ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে গতকাল বুধবার এসব তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধসম্মেলন ছাড়া গঠিত সব ইউনিয়ন কমিটি বাতিল
পরবর্তী নিবন্ধঘরে বসেই অংশ নেয়া যাবে : ভূমিমন্ত্রী