আগামীকাল থেকে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের দুটি কাউন্টার এবং বাণিজ্যিক ব্যাংকের পাঁচটি শাখায় নতুন টাকার নোট পাওয়া যাবে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত মোট সাত কর্মদিবস বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের দুটি কাউন্টার (পুরুষ ও মহিলা) এবং বাণিজ্যিক ব্যাংকের পাঁচটি শাখার মাধ্যমে জনপ্রতি ১০০, ৫০, ২০ ও ১০ টাকা মূল্যের এক প্যাকেট করে মোট ১৮ হাজার টাকা নতুন নোট বিনিময়ের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
বিনিময়কালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যে কোনো মূল্যমানের ধাতব মুদ্রাও গ্রহণ করতে পারবেন। নতুন নোট বিনিময়ের জন্য নির্ধারিত ব্যাংক শাখাসমূহ হলো-ব্যাংক এশিয়া লিমিটেড অক্সিজেন শাখা, যমুনা ব্যাংক লিমিটেড বহদ্দারহাট শাখা, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড হালিশহর শাখা, এবি ব্যাংক লিমিটেড ইপিজেড শাখা এবং প্রাইম ব্যাংক লিমিটেড আইবিবি পাহাড়তলী শাখা।












