চট্টগ্রামে নতুন আক্রান্ত ৮২

| রবিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নতুন ৮২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণ হার ৪ দশমিক ৫০ শতাংশ। কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে জানা যায়, নগরীর সাতটি ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে গত শুক্রবার ১ হাজার ৮২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ৮২ জনের মধ্যে ৭৪ জন শহরের বাসিন্দা এবং পাঁচ উপজেলার ৮ জন। খবর বাসসের।
উপজেলা পর্যায়ে ৮ জনের মধ্যে ফটিকছড়ি, পটিয়া ও বোয়ালখালীতে ২ জন করে এবং রাউজান ও সীতাকুণ্ডে ১ জন করে রয়েছেন। মোট সংক্রমিতের সংখ্যা এখন ৩৪ হাজার ৮৫৭ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ২৭ হাজার ৩৪৮ জন এবং গ্রামের ৭ হাজার ৫০৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে কেউ মারা যাননি। ফলে মৃতের সংখ্যা ৩৭১ জনই রয়েছে। এতে শহরের ২৭০ জন ও গ্রামের ১০১ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ৬৫ জন। ফলে আরোগ্য লাভকারীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২ হাজার ৭০ জনে। এর মধ্যে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা করিয়েছেন ৪ হাজার ৪২০ জন এবং ঘরে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হন ২৭ হাজার ৬৫০ জন। হোম কোয়ারেন্টাইন শুরু করেছেন নতুন ২৫ জন ও ছাড়পত্র নেন ২০ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৯৬২ জন।

পূর্ববর্তী নিবন্ধসভাপতিসহ ১১ পদে বিএনপি-জামাত ও সম্পাদকসহ ৬ পদে সরকারপন্থীরা জয়ী
পরবর্তী নিবন্ধদেশে আরও ৫ জনের মৃত্যু