Home বৃহত্তর চট্টগ্রাম চট্টগ্রামে ধর্ষণ মামলার প্রধান আসামি রিকন গ্রেপ্তার

চট্টগ্রামে ধর্ষণ মামলার প্রধান আসামি রিকন গ্রেপ্তার

0
চট্টগ্রামে ধর্ষণ মামলার প্রধান আসামি রিকন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানায় দায়ের হওয়া ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. আনিসুল ইসলাম রিকনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

শুক্রবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পতেঙ্গার বিজয়নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রিকনের বয়স ২৮ বছর। তার বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর পতেঙ্গা থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার প্রধান পলাতক আসামি রিকন ওই এলাকায় অবস্থান করছেন। এরপর সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর রিকনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চট্টগ্রামের পটিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।