ক্যাডার বৈষম্য, পদোন্নতি সংক্রান্ত সমস্যা সমাধানসহ বিভিন্ন দাবিতে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া টানা তিন দিনের ‘সর্বাত্মক কর্মবিরতি’র গতকাল দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। সারা দেশের ন্যায় চট্টগ্রামেও শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা এই কর্মসূচি পালন করছেন। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে দেশের সরকারি কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসা, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), শিক্ষা বোর্ডসহ শিক্ষাসংশ্লিষ্ট দপ্তরগুলোয় এ কর্মবিরতি পালিত হচ্ছে।
এতে সরকারি কলেজগুলোতে কোনো ক্লাস পরীক্ষা হচ্ছে না। চলমান এইচএসসি পরীক্ষার প্র্যাকটিক্যালও পিছিয়ে দেয়া হয়েছে। শিক্ষা প্রশাসনের বিভিন্ন দফতরেও কাজকর্ম অনেকটা বন্ধ হয়ে রয়েছে।
এর আগে একই দাবিতে ২ অক্টোবর কর্মবিরতি পালন করেছিলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। আজ কর্মসূচির শেষদিনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নতুন করে কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে সূত্র জানিয়েছে।