চট্টগ্রামে দুই লাখ টিকা মজুদ

দ্বিতীয় ডোজ নিলেন আরো সাড়ে ১৩ হাজার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২২ এপ্রিল, ২০২১ at ৫:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গতকাল বুধবার করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৩ হাজার ৮০৪ জন। এর মধ্যে জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা ৬ হাজার ৭৩৬ জন এবং নগরীর ৭ হাজার ৬৮ জন। এ নিয়ে গত ৮ এপ্রিল থেকে শুরু হয়ে ১১তম কার্যদিবসে চট্টগ্রামে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৫৫ হাজার হাজার ৪৭৪ জন। মজুদ রয়েছে আরও প্রায় দুই লাখ টিকা। এর আগে গত ৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে করোনার প্রথম ডোজ দেয়া শুরু হয়। গতকাল বুধবারও অনেকে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, বুধবার জেলার বিভিন্ন উপজেলার ৫৭১ জন ও নগরীর ৯০২ জন প্রথম ডোজ গ্রহণ করেছেন। এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার ৫৬০ জন প্রথম ডোজ নিয়েছেন। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ২ লাখ ৫০ হাজার ২৪২ জন ও জেলার বিভিন্ন উপজেলার ১ লাখ ৯৮ হাজার ৩১৮ জন করোনার প্রথম ডোজ গ্রহণ করেছেন। চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসাধীন আরো দুই শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধনতুন ধরন ও মিউটেশনে ছড়াচ্ছে সংক্রমণ