চট্টগ্রামে দুইদিনব্যাপী হৃদরোগ বিষয়ক সম্মেলন শুরু আজ

উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৫ জুলাই, ২০২৪ at ৭:১৫ পূর্বাহ্ণ

নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসনে আজ থেকে শুরু হচ্ছে দুইদিনব্যাপী ‘দ্বিতীয় আন্তর্জাতিক কার্ডিওভাস্কুলার কনফারেন্স ‘কার্ডিকন চট্টগ্রাম২০২৪’। বাংলাদেশ হাইপারটেনশন অ্যান্ড হার্ট ফেইলিউর ফাউন্ডেশন ও চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি এর যৌথ উদ্যোগে কনফারেন্সটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত স্বাস্থমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বিশেষে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। এছাড়া উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ ইসমাইল খান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে বৃদ্ধা নারী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধহালদা নদী রক্ষায় তামাক চাষের বিকল্প জীবিকায়ন সৃষ্টি করতে হবে