চট্টগ্রামে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করবে কোরিয়া

চিটাগাং চেম্বারে কোইকা প্রতিনিধি দলের মতবিনিময়

| শুক্রবার , ৫ জুলাই, ২০২৪ at ৭:১৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ থেকে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস) এর আওতায় ৫টি সেক্টরে প্রশিক্ষণ দিবে কোরিয়া। এসব কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং বাংলাদেশের বিভিন্ন উৎপাদনশীল খাতে দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে কাজ করছে কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (কোইকা)। চট্টগ্রামে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আধুনিকায়ন এবং চট্টগ্রামে উৎপাদনশীল খাতে কি পরিমাণ জনশক্তি প্রয়োজন তা যাচাইকরণপূর্বক দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গবেষণা করছে প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে চিটাগাং চেম্বারের পরিচালকমণ্ডলীর সাথে মতবিনিময় করেছেন কোইকার প্রতিনিধিদল। গতকাল বৃহস্পতিবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে কোইকার ডাইরেক্টর জেনারেল জংমিন পার্ক বলেন, বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে কোরিয়া। আগামী ৫ বছরে বাংলাদেশ থেকে কোরিয়া বিভিন্ন সেক্টর বিশেষ করে পেইন্টিং, ওয়েল্ডিং, মেকাট্রনিক্স, আইটি এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সেক্টরে প্রশিক্ষণ দিবে ও কর্মী নিবে। এরই অংশহিসেবে চট্টগ্রামে কি পরিমাণ জনশক্তি আছে তা গবেষণার মাধ্যমে বের করে শিল্পের চাহিদানুযায়ী প্রশিক্ষণ প্রদান করা হবে বলে উল্লেখ করেন। আগামীতেও বাংলাদেশ তথা চট্টগ্রামে উৎপাদনশীল খাতগুলোতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করবে কোরিয়া।

এ সময় চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ, জনশক্তি কমর্সংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক মো. মঞ্জুরুল হাফিজ, কোইকার ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ইয়াং হিউনও, যুক্তরাষ্ট্রের ওকালোহমা ইউনিভার্সিটি প্রফেসর নামছুল লী, মেকানিক্যাল ডিজাইন এক্সপার্ট জং ইয়েন পার্ক, সাংকোংওয়াং ইউনিভার্সিটি প্রফেসর চাং ইয়াপ কিম, চেম্বার পরিচালকবৃন্দ অঞ্জন শেখর দাশ, মাহফুজুল হক শাহ, নাজমুল করিম চৌধুরী শারুন, বাংলাদেশকোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুজ্জামান বক্তব্য দেন। অন্যদের মধ্যে চেম্বার পরিচালকদ্বয় মোহাম্মদ আদনানুল ইসলাম ও মোহাম্মদ মনির উদ্দিন, কোইকার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চেম্বার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে উচ্চশিক্ষা অপরিহার্য
পরবর্তী নিবন্ধঅবৈধ দখলদারকে সরিয়ে জায়গা বুঝিয়ে দেয়া হল মূল মালিককে