চট্টগ্রামে তারুণ্যের উৎসবের বর্ণাঢ্য র‌্যালি

৫২ দিনব্যাপী উৎসবে কর্মপরিকল্পনা উপস্থাপন করবে জেলা-উপজেলা পর্যায়ের সরকারি দপ্তর

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩১ ডিসেম্বর, ২০২৪ at ৮:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলায় তারুণ্যের উৎসব২০২৫ উদযাপন উপলক্ষে গতকাল সোমবার বিকাল ৩টায় চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে এম এ আজিজ স্টেডিয়াম চত্বর পর্যন্ত এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল র‌্যালির মধ্যদিয়ে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৫২ দিনব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য এ উৎসবে সকল সরকারি দপ্তর নিজ নিজ কর্মপরিকল্পনা উপস্থাপন করবে। এতে সকল সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, সাংস্কৃতিক কর্মীসহ শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করবে।

গতকালের র‌্যালিতে অংশগ্রহণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, উপপরিচালক (স্থানীয় সরকার, চট্টগ্রাম জেলা) মো. নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মনীষ দাশ, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, শিক্ষার্থী প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিডিএর প্রকল্প ও স্লুইচ গেট নির্মাণে ভরাট হয় গুপ্ত খাল
পরবর্তী নিবন্ধসিআরবিতে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে কার, তিন রিকশাচালক আহত