চট্টগ্রামে তাজিয়া মিছিল নিয়ে পুলিশের ৩২ নির্দেশনা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ জুলাই, ২০২৫ at ৪:৪৭ পূর্বাহ্ণ

আসন্ন আশুরা উদযাপন উপলক্ষে চট্টগ্রাম নগরীতে শান্তিপূর্ণভাবে তাজিয়া মিছিল সম্পন্ন করার জন্য বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সিএমপির পক্ষ থেকে মিছিলের সময় ও রুট নির্ধারণ, অস্ত্র বহন নিষিদ্ধকরণ, সিসি ক্যামেরায় মনিটরিং এবং উসকানিমূলক আচরণ রোধসহ ৩২টি নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল সোমবার সকালে নগরীর দামপাড়াস্থ সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব বিষয়ে আলোচনা হয়। এতে নির্দেশনাগুলো পালনে সংশ্লিষ্ট তাজিয়া কমিটি, স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস ও অর্থ ও প্রশাসন) মোহাম্মদ হুমায়ুন কবির।

মতবিনিময় সভায় জানানো হয়, নগরের বিভিন্ন স্থান থেকে সাতটি তাজিয়া মিছিল নির্ধারিত রুট ব্যবহার করবে। সাতটি মিছিলের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, তাজিয়া মিছিল শুধু দিনের বেলায় সম্পন্ন করতে হবে। রাতের বেলা কোনো সমাবেশ বা মিছিল নিষিদ্ধ থাকবে। মিছিলে ছোরা, বল্লম, চাকু ও অন্যান্য কোনো ধরনের অস্ত্র বহন করা যাবে না। এছাড়া আতশবাজি বা পটকা ফোটানো থেকেও বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। মিছিলের রুট ও সময় সংক্ষিপ্ত রাখার নির্দেশ দিয়েছে। বিশেষভাবে সিসি ক্যামেরা কভারেজ রয়েছে এমন রুটকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। বিদ্যুৎ দুর্ঘটনা এড়াতে মিছিলে বহনকৃত ঝান্ডা বা বাঁশের দৈর্ঘ্য সর্বোচ্চ ১২ ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে এবং তা ‘ভি’ আকৃতির হতে হবে। মিছিলের গাড়ির কারণে যদি বৈদ্যুতিক তারে বাধা সৃষ্টি হয়, তাহলে তাৎক্ষণিক সমাধান করার ব্যবস্থাও নিতে বলা হয়েছে। সভায় সামপ্রদায়িক সমপ্রীতি রক্ষার স্বার্থে উসকানিমূলক বক্তব্য, ধর্মীয় প্রতিষ্ঠানে ঢিল ছোড়া, সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখা গেলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়।

সিএমপির কর্মকর্তারা জানান, প্রত্যেক তাজিয়া কমিটিকে নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবকদের নাম, মোবাইল নম্বর ও ছবি সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। তাদের জন্য গেঞ্জি, ক্যাপ বা আর্মব্যান্ড ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে সহজে শনাক্ত করা যায়। মিছিল চলাকালীন দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সহযোগিতা করার পাশাপাশি যানজট রোধ এবং নামাজআযানের সময় মাইক বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। এছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের বিষয়ে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ১০ জনের করোনা শনাক্ত
পরবর্তী নিবন্ধকাস্টমসের চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি