চট্টগ্রামে ঢাকা সমিতির ডায়েট চার্ট ও ছাত্র বৃত্তি প্রদান

| রবিবার , ১৬ জানুয়ারি, ২০২২ at ১০:২৭ পূর্বাহ্ণ

বৃহত্তর ঢাকা সমিতি চট্টগ্রামের সম্মেলন কক্ষে বৃত্তি প্রদান ও ডায়েট চার্ট প্রদান অনুষ্ঠান গত ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মোজাম্মেল হক শারিফি। সভার শুরুতে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিবুুর রহমান। বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন পিলু, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আনোয়ার হোসেন, সহ প্রচার সম্পাদক মো. এমদাদুল হক এমদাদ, হাসিনা আক্তার লিপি, এড. সৈয়দ জহির হোসেন।
সভায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ২ শিক্ষার্থীকৈ আর্থিক অনুদান প্রদান করা হয়। চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উপ-পরিচালক পর্ুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি প্রতি মাসের ২য় সপ্তাহে শুক্রবার সকাল ৯ টায় সমিতির ক্লিনিকে বসবেন। এতে ডায়াবেটিক রোগীদের ব্যবস্থাপত্র গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন ডায়াবেটিক রোগীর মধ্যে ডায়েট ব্যবস্থাপত্র দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকের সাথে মতবিনিময়
পরবর্তী নিবন্ধতারুণ্যের উচ্ছ্বাস : আবৃত্তিতে দেড় দশকের দীপ্ত পথচলা