চট্টগ্রামে ডেন্টাল মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের জায়গা পরিদর্শনে স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালক

| বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ at ১২:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামে ডেন্টাল মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক (ডা.) নাজমুল হোসেন। গতকাল বুধবার সকালে তিনি পতেঙ্গার বেপজা, পাহাড়তলীর হাজী ক্যাম্প ও পাঁচলাইশের আমিন জুট মিলের সামনে এশিয়ান পেপার মিলের সামনে পরিত্যক্ত জায়গা পরিদর্শন করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষার পরিচালক (ডেন্টাল) অধ্যাপক (ডা.) শাহীদুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমসহ স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তাগণ। চট্টগ্রামে সরকারিভাবে আলাদা একটি ডেন্টাল মেডিকেল কলেজ হাসপাতাল নির্মিত হোকএটি দীর্ঘদিনের দাবি ছিল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতপন বড়ুয়া সাদলের গ্রন্থের পাঠ উন্মোচন
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার