চট্টগ্রামে ডেন্টাল ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ১৬ শতাংশ

আজাদী অনলাইন | শুক্রবার , ২২ এপ্রিল, ২০২২ at ৫:১০ অপরাহ্ণ

চট্টগ্রামে ২০২১-২২ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ছিল ১ হাজার ২৭০ জন। যা মোট পরীক্ষার্থীর ১৬ দশমিক ০৭ শতাংশ।

শুক্রবার (২২ এপ্রিল) নগরের তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হয় বিডিএস ভর্তি পরীক্ষা।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ অধ্যক্ষ ডা. সাহেনা আখতার বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দুটি ক্যাম্পাসে বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের পরীক্ষায় চট্টগ্রামে মোট ৭ হাজার ৮৯৯ জন পরীক্ষার্থী আবেদন করে। এর মধ্যে অংশ নিয়েছে ৬ হাজার ৬২৯ জন। যা মোট আবেদনের প্রায় ৮৩ দশমিক ৯২ শতাংশ। বাকি ১ হাজার ২৭০ জন অনুপস্থিত ছিল। যা শতাংশের হিসেবে ১৬ দশমিক ০৭ শতাংশ।

তিনি বলেন, সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১১টায়। কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা গ্রহণ করতে পেরেছি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এবার ডেন্টালে ভর্তি পরীক্ষায় সারাদেশে মোট আসন সংখ্যা ১ হাজার ৯৫০টি। এরমধ্যে সরকারি ডেন্টাল কলেজ ও মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটে বিডিএস প্রথম বর্ষে আসন ৫৪৫টি, বেসরকারিতে আসন ১ হাজার ৪০৫টি। ভর্তি পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৬৫ হাজার ৯০৭ জন।

পরীক্ষায় ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষার সাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত ২০০ নম্বরসহ মোট ৩০০ নম্বরের মাধ্যমে সরকারি ডেন্টাল কলেজ ও মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটের জন্য ৫৪৫ জন শিক্ষার্থী বাছাই করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই ন্যাশনাল পার্কে বিরল প্রজাতির সোনালী রঙের অজগর অবমুক্ত
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ১১ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৭