চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১০ অক্টোবর, ২০২৩ at ১০:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে জুঁই নামে ৯ বছর বয়সী এক শিশু মারা গেছে। গত ৭ অক্টোবর জ্বর নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে ভর্তি হয় শিশুটি। এর একদিন পর গত রোববার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি অক্টোবর মাসে চট্টগ্রামের হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত ৫ রোগীর মৃত্যু হয়। এছাড়া গত ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ জনে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। সিভিল সার্জনের তথ্য অনুযায়ী চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়। এদের মধ্যে ৭৫ জন সরকারি হাসপাতালে এবং ৩৭ জন বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এই নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১০ হাজার ৭৫৩ জন।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ওয়ান সিটি, টু টাউন : মেয়র
পরবর্তী নিবন্ধনির্বাচনী সব জঞ্জাল সমাধান করে ভোট চাই