চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

আরও ৭৩ রোগী শনাক্ত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ নভেম্বর, ২০২২ at ৬:০৪ পূর্বাহ্ণ

ডেঙ্গু আক্রান্ত ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে চট্টগ্রামে। গত ৮ নভেম্বর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আর্য দত্ত নামে ওই শিশুর মৃত্যু হয়। ওই শিশুর পরিবার নগরীর জামালখান এলাকার বাসিন্দা। সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই শিশুকে ৩ নভেম্বর মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৮ নভেম্বর তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত ২০ জনের মৃত্যু হল চট্টগ্রামে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৭৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৭১ জনে।

পূর্ববর্তী নিবন্ধসরকারি খরচে কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ
পরবর্তী নিবন্ধকবে কমবে ডেঙ্গুর প্রকোপ