চট্টগ্রামে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

নতুন শনাক্ত ৪৮

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৪ নভেম্বর, ২০২৪ at ৮:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মামুন নামের ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। হালিশহর এলাকার বাসিন্দা মামুন গত ১০ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়ে পরদিন ১১ নভেম্বর মারা যান। ডেঙ্গু শক সিন্ড্রোমে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা তার মৃত্যু সনদে উল্লেখ করেন। চলতি বছর চট্টগ্রামে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৪ জনের। এরমধ্যে ১২ জন পুরুষ, ১৮ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। এছাড়া গতকাল নতুন করে আরো ৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪৯৪ জন। এরমধ্যে নগরীতে ২ হাজর ২৬১ জন এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৫ জন।

গতকাল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৩ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ৯ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২ জন, চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে ১ জন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন।

উল্লেখ্য, গত বছর নগর ও বিভিন্ন উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকরিবেসরকারি হাসপাতালগুলোতে মোট ভর্তি হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। এরমধ্যে মারা যায় ১০৭ জন। এছাড়া ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যায় ৪১ জন, ২০২১ সালে আক্রান্ত হয় ২৭১ জন এবং মারা যায় ৫ রোগী।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধপাইওনিয়ার হাসপাতাল পরিচালক ও সুপারভাইজার কারাগারে