চট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু

আজাদী প্রতিবেদন

নতুন আক্রান্ত ২৫ জন | শনিবার , ১৬ নভেম্বর, ২০২৪ at ৮:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নতুন করে গতকাল আরো ২৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এছাড়া ডেঙ্গুতে নাসিমা আকতার (৪৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত ৯ নভেম্বর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলে গতকাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নগরীর হালিশহরের বাসিন্দা নাসিমা ডেঙ্গু পরবর্তী বেশ কয়েকটি রোগে আক্রান্ত হয়ে মারা যান বলে চিকিৎসকরা মৃত্যু সনদে উল্লেখ করেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৫ জনের। এছাড়া গতকাল পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৬২ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৫ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ৩ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন এবং নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ৩ জন।

উল্লেখ্য, গত বছর নগর ও বিভিন্ন উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে মোট ভর্তি হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। এর মধ্যে মারা যায় ১০৭ জন।

পূর্ববর্তী নিবন্ধনোয়াপাড়ায় দ্বিতীয় দিনেও থেমে থেমে গুলি
পরবর্তী নিবন্ধকোন স্কুলে কত আসন খালি