চট্টগ্রামে ডেঙ্গুতে নারী ও শিশুর মৃত্যু

নতুন শনাক্ত ২১ জন

আজাদী প্রতিবেদন | শনিবার , ৯ নভেম্বর, ২০২৪ at ৪:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন নারী ও অপরজন শিশু। গত বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সকালে ভর্তি হয়ে পরদিন মারা যান মিসেস রোহান নামের ৬২ বছর বয়সী এক নারী। তিনি ডেঙ্গু জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া বুধবার ভর্তি হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে মারা যান বিবি মরিয়ম নামের সাড়ে ৪ বছর বয়সী এক শিশু। ডেঙ্গুতে চট্টগ্রামে এ নিয়ে গতকাল পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩১ জনের। এছাড়া চলতি বছর মোট আক্রান্ত হয়েছে ৩ হাজার ২৬৫ জন। এরমধ্যে নগরীতে ২ হাজার ১০১ জন এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬৪ জন। চলতি নভেম্বরে গতকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৭০ জন এবং মারা যান ৬ জন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৬ জন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ জন। চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ১ হাজার ৭৬৮জন পুরুষ, ৯০৫ জন নারী এবং ৫৯২ জন শিশু রয়েছে। এছাড়া মোট মৃত্যুর হিসেবে নারী ১৬ জন, পুরুষ ১১ জন এবং ৪ জন শিশু রয়েছে। উল্লেখ্য, গত বছর নগর ও বিভিন্ন উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে মোট ভর্তি হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। এরমধ্যে মারা যায় ১০৭ জন। এছাড়া ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যায় ৪১ জন, ২০২১ সালে আক্রান্ত হয় ২৭১ জন এবং মারা যায় ৫ রোগী।

পূর্ববর্তী নিবন্ধসেগুনবাগানে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২
পরবর্তী নিবন্ধদীর্ঘদিন পর পর্যটকে মুখর বান্দরবান