চট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু

চমেক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যায় রেকর্ড

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৩ আগস্ট, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

ডেঙ্গু আক্রান্ত আরো এক রোগীর মৃত্যু হয়েছে চট্টগ্রামে। ৩২ বছর বয়সী নাসিমা আক্তার নামে ওই রোগী গত শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সীতাকুণ্ডের বাসিন্দা নাসিমাকে শুক্রবার চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেদিনই তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্তদের মাঝে ৩২ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৯১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা এখন চার হাজার ছুঁইছুঁই। চলতি মৌসুমে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯৪৩ জনে। গতকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ২৮৫ জন রোগী চিকিৎসাধীন বলেও জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এর মাঝে চমেক হাসপাতালেই ভর্তি রয়েছে ১৩৩ জন। হাসপাতালটিতে ভর্তি রোগীর এ সংখ্যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ। এ তথ্য নিশ্চিত করে চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান আজাদীকে বলেন, বর্তমানে (শনিবার) মোট ১৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছে। ভর্তি রোগীর এ সংখ্যা এবছর একদিনে সর্বোচ্চ। এর আগে ১৩০ জনের মতো রোগী ভর্তি ছিল একদিনে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধদ্রুত পদক্ষেপ নিতে ডব্লিউএইচওর আহ্বান