চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে ১৯ জনের প্রাণ গেল। ৪৮ বছর বয়সী নাসিমা আক্তার বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। খবর বিডিনিউজের।
গতকাল শনিবার জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা গেছেন নাসিমা আক্তার। তার ডেঙ্গু ‘শক সিনড্রোম’ ছিল এবং ‘মাল্টি অর্গান ফেইলিউর’ ও আরও কিছু শারীরিক সমস্যা ছিল।’ নাসিমার বাড়ি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নে। ডেঙ্গু নিয়ে বুধবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৪ জনে। এর মধ্যে ১ হাজার ১৫০ জন পুরুষ, ৬৬০ জন নানারী এবং ৩৭৪ জন শিশু। চলতি বছর চট্টগ্রাম জেলায় ডেঙ্গুতে মারা যাওয়া ১৯ জনের মধ্যে সেপ্টেম্বরের ১৯ দিনে চারজনের মৃত্যু হয়েছে। অগাস্ট মাসে ৬ জন ও জুলাই মাসে ৭ জনের মৃত্যু হয়েছে।