চট্টগ্রামে ডেঙ্গুতে আরো একজনের প্রাণ গেল

| বুধবার , ১৬ আগস্ট, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরো একজনের মৃত্যু হয়েছে। শাহ আলম নামের ওই রোগীর বয়স ৪৫ বছর। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেছেন ৩৭ জন। ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। গতকাল এসব তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এর আগে সোমবারও ডেঙ্গুতে ২ জন মারা যায়। খবর বাংলানিউজের।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে শাহ আলম গত ৬ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন। সোমবার তিনি মারা যান। সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ৫৯ জন ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪ হাজার ২০৪ জন। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে দুই বিক্রয়কর্মী অপহরণ
পরবর্তী নিবন্ধহুঁশ ফিরলে জানতে পারেন তিনি বিয়ে করেছেন