চট্টগ্রামে ডেঙ্গুতে আরেকজনের মৃত্যু

নতুন আক্রান্ত ১৫

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ জুলাই, ২০২৫ at ৪:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোহাম্মদ জসিম উদ্দিন নামে ৫২ বয়সী এক ব্যক্তি মারা গেছেন। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যে জানা গেছে, ফেনীর দাগনভূঁইয়া উপজেলার বাসিন্দা জসিম উদ্দিন গত ১ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়ে ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ডেঙ্গু আক্রান্ত হওয়ার আগে থেকে তিনি হাইপারটেনসহ নানা রোগে ভুগছিলেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪ জনে। চলতি বছর মোট আক্রান্ত হন ৭২৬ জন। এর মধ্যে নগরীতে ৩৩৩ জন এবং উপজেলায় আক্রান্ত হন ৩৯৩ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ৪ জন এবং বেসরকারি হাসপাতালে রয়েছেন ২ জন। চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ৪০২ জন পুরুষ, ২০৮ জন নারী এবং ১১৬ জন শিশু রয়েছে।

উল্লেখ্য, গত বছর নগর ও বিভিন্ন উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকরিবেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছিলেন ৪ হাজার ৩৩৩ জন। এর মধ্যে মারা যান ৪৫ জন। ২০২৩ সালে মোট আক্রান্ত ১৪ হাজার ৮৭ জনের মধ্যে মারা যান ১০৭ জন। ২০২২ সালে আক্রান্ত হন ৫ হাজার ৪১ জন এবং মারা যান ৫ রোগী।

পূর্ববর্তী নিবন্ধপাঁচ গুলিবিদ্ধসহ ৩৮ জন আহত হওয়ার দাবি ছাত্রদল ও শিবিরের
পরবর্তী নিবন্ধপাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জিতল বাংলাদেশ