চট্টগ্রামে ডেঙ্গুতে আরেক শিশুর মৃত্যু

নতুন শনাক্ত ৫৭

| শুক্রবার , ২৮ জুলাই, ২০২৩ at ৫:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত এক শিশুর মৃত্যুর খবর দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। গত একদিনে এ জেলায় শনাক্ত হয়েছে ৫৭ জন নতুন রোগী। গতকাল বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানা যায়, ডেঙ্গুতে মারা যাওয়া ওই শিশুর বাসা ছিল নগরীর আকবর শাহ এলাকায়। মাহেরিমা নামের ১৬ মাস বয়সী মেয়েটি মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেও তা বৃহস্পতিবারের প্রতিবেদনে জানানো হয়েছে। খবর বিডিনিউজের।

এ নিয়ে জেলায় চলতি জুলাই মাসে ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু হল। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ২৫ জন। তাদের মধ্যে ১৪ জন শিশু, ছয়জন পুরুষ ও পাঁচজন নারী। বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১৯৪৪ জন, যা গত কয়েক বছরের মধ্যে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ।

এর আগে গত বছরের নভেম্বরে জেলায় ২০০৭ জন এবং অক্টোবরে ১৮৬১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। ২০২২ সালের নভেম্বরে এক মাসে সর্বোচ্চ ১৯ জন ডেঙ্গুতে মারা গিয়েছিল। চলতি মাসে ২২ জুলাই থেকে জেলায় প্রায় প্রতিদিনই একশর বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। তবে বৃহস্পতিবারের প্রতিবেদনে তা একশর নিচে নেমেছে। জেলায় এখন পর্যন্ত শনাক্ত রোগীদের মধ্যে নগরীর বাসিন্দা ১৭২৬ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। উপজেলাগুলোর মধ্যে সীতাকুণ্ডে সর্বোচ্চ ৩১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে ২৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে এখন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেলে সবচেয়ে বেশি ৯৬ জন ডেঙ্গু রোগী আছে।

পূর্ববর্তী নিবন্ধদেশে ২৪ ঘণ্টায় ২৩৬১ ডেঙ্গু রোগী হাসপাতালে মৃত্যু ১০ জনের
পরবর্তী নিবন্ধবাসেই মৃত্যু ব্যাংক কর্মকর্তার