চট্টগ্রামে ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি ৩৯

| শনিবার , ৯ নভেম্বর, ২০২৪ at ৮:৪৬ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯ জন। এছাড়া ডেঙ্গু আক্রান্ত ৪৫ বছর বয়সী এক নারীর মৃত্যুর খবর দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। শনিবার (৯ নভেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩৯ জনের মধ্যে নগরের সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ২৬ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ১৩ জন।

এ নিয়ে চলতি নভেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬৯ জন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে নগরের পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নামে বাসাবী আচার্য্য নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি গত ৭ নভেম্বর হাসপাতালে ভর্তি হন এবং ওইদিনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নভেম্বরে মারা গেছে ৭ জন। এর আগে গতকালও (৮ নভেম্বর) এক শিশুসহ দুই জনের মৃত্যুর খবর জানায় সিভিল সার্জন কার্যালয়।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মৃতদের উদ্ধার
পরবর্তী নিবন্ধকক্সবাজার থেকে পরিত্যক্ত রাবার বুলেট উদ্ধার