চট্টগ্রামে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর ৪২ ভরি স্বর্ণ ছিনতাই

| সোমবার , ৫ জানুয়ারি, ২০২৬ at ৪:০৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে হাজারি গলির এক স্বর্ণের ব্যবসায়ির আনুমানিক ৪২ ভরি স্বর্ণ ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। যার আনুমানিক বাজার মূল্য ৮৫ লাখ টাকা।

সোমবার (৫ জানুয়ারি) পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি নিয়ে মাঠে কাজ করছে পুলিশ। বিস্তারিত পরে জানানো হবে।

জানা যায়, আন্দরকিল্লা মোড় থেকে ওই স্বর্ণ ব্যবসায়ীর গতিবিধি লক্ষ্য করে ছিনতাই চক্র। পরে পাঁচলাইশ মডেল থানাধীন হিলভিউ ২ নম্বর রোডে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর স্বর্ণ ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার পর থেকে পাঁচলাইশ মডেল থানা পুলিশ অভিযানে মাঠে কাজ করছে। তবে নিরাপত্তার স্বার্থে ওই ব্যবসায়ীয় পরিচয় গোপন রাখা হয়েছে।

স্থানীয়দের ধারণা, চট্টগ্রামের একটি সন্ত্রাসী গ্রুপ এ ছিনতাই কাজে জড়িত।

বিস্তারিত আসছে….

পূর্ববর্তী নিবন্ধ১ লাখ ইয়াবা আত্মসাতের ঘটনায় বাকলিয়া থানার ৮ পুলিশ সদস্য বরখাস্ত
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নির্মাণাধীন ভবনে গিয়ে চাঁদা না পেয়ে ৩ শ্রমিককে ছুরিকাঘাত