চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি–উত্তর-দক্ষিণ) বিশেষ অভিযানে ৮০ রাউন্ড তাজা গুলি, একটি বৈদ্যুতিক স্টান গান, একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল, ইয়াবা ও একাধিক মোবাইল ফোনসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের ৯ নম্বর সড়কে অভিযান পরিচালনা করে ডিবির টিম ৪। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিয়োজিত) মো. ইকবাল হোসেন।
গ্রেপ্তার দুইজন হলেন—মো. শাহজাহান (৪৫), পিতা মৃত আবুল হাসেম, ফটিকছড়ির জাহানপুর এলাকার বাসিন্দা, বর্তমানে অক্সিজেন কাঁচাবাজার এলাকায় বসবাসরত; এবং মো. লোকমান (৪৫), পিতা মৃত মো. মুছা, গ্রামের বাড়ি হাটহাজারীর উত্তর মাদার্শা, বর্তমানে চান্দগাঁও আবাসিক এলাকায় বসবাসকারী।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮০ রাউন্ড গুলি, ২০টি ইয়াবা ট্যাবলেট, একটি বৈদ্যুতিক শক স্টান গান, পাঁচটি মিনি মোবাইল ফোন, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি হিরো গ্ল্যামার মোটরসাইকেল (চট্টমেট্রো-হ-১৯-৯৪৯৮) ও একটি সিলভার রঙের টয়োটা প্রাইভেট কার (চট্টমেট্রো-গ-১২-৪৪৮৬)।
গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুই সন্ত্রাসীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে।
সিএমপির এক কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।