চট্টগ্রামে ডজনখানেক মামলার আসামি ‘বুলেট’ সাঈদ গ্রেপ্তার

| শুক্রবার , ৯ জানুয়ারি, ২০২৬ at ১০:৪০ অপরাহ্ণ

অস্ত্র, ডাকাতি, ছিনতাই ও চুরিসহ ডজনখানেক মামলার আসামি সন্ত্রাসী সাঈদ হোসেন প্রকাশ বুলেটকে (২৬) গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশ। আজ শুক্রবার দুপুরে কোতোয়ালী থানা এলাকা থেকে সাঈদ হোসেন প্রকাশ বুলেটকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাঈদ হোসেন প্রকাশ বুলেট চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাইসহ নানা ধরনের আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে জড়িত ছিল।

তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও দ্রুত বিচার আইনে একাধিক মামলা থাকা সত্ত্বেও সে বেপরোয়া হয়ে একের পর এক অপরাধ সংঘটিত করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই মো. লুৎফুল আহসান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

সাঈদ হোসেন প্রকাশ বুলেট এর বাড়ি চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার কেশুয়া এলাকায় হলেও বর্তমানে তিনি সদরঘাট থানাধীন আইস ফ্যাক্টরি রোডের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। তাকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান কোতোয়ালী ওসি আফতাব হোসেন।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশ বিএনপি প্রার্থী জসিমের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কের গাড়িতে গুলি
পরবর্তী নিবন্ধচকরিয়ায় বসতবাড়ি ও দোকানে দুর্ধর্ষ ডাকাতি, ১৫ ভরি স্বর্ণ লুট