চট্টগ্রামে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করলেন বাণিজ্য সচিব

| রবিবার , ৯ জুন, ২০২৪ at ১০:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে কার্ডধারীদের সংখ্যা বৃদ্ধি ও চিনি দেওয়ার দাবি জানিয়েছে সুবিধাভোগীরা। তারা বলছেন, ঢাকাসহ অন্যান্য জায়গায় চিনি দেওয়া হলে চট্টগ্রামে চিনি পাচ্ছেনা কার্ডধারীরা। বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার (৮ জুন) চট্টগ্রামে জুন মাসের টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেছেন বাণিজ্য মন্ত্রালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন। পণ্য নিতে এসে নিজেদের দাবির কথা তুলে ধরেন কার্ডধারীরা। আজ শনিবার (৮ জুন) সকালে নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডের মোশারফ স্টোরে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন। চট্টগ্রাম টিসিবি আঞ্চলিক অফিস প্রধান ও যুগ্ম পরিচালক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা ইকবাল, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও টিসিবি পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. আবেদ আলী, টিসিবির নির্বাহী প্রকৌশলী (প্রকৌশল) কাজী মাহফুজুর রহমান, চট্টগ্রাম আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক আব্দুল কুদ্দুস, কাউন্সিলর প্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম রাশেদ, টিসিবি ডিলার মোশারফ হোসেন, মো. জসিম, মো. নাঈম উদ্দিন, মো. ইউসুফ মানিক সওদাগর, এন ইসলাম, মোহাম্মদ আব্দুল মোবারক, শাহাদাত হোসেন ভুলু, আলাউদ্দিন। এ সময় ভোক্তারা টিসিবির পণ্য নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়া সচিব মোহাং সেলিম উদ্দিন ভোক্তাদের দাবি দাওয়া আন্তরিকতার সাথে বিবেচনার আশ্বাস দেন। পরে অতিথিবৃন্দ বিভিন্ন ওয়ার্ডের আরমান স্টোর, আজমীর স্টোর, এন ইসলাম ডিঃ স্টোর, আইনান স্টোর, বিছমিল্লাহ ট্রেডার্স, মনির স্টোর, শাহাদাত স্টোরসহ বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি ১৯ ব্যাচের গুণী বন্ধুদের সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধ৩য় বিভাগ ফুটবল লিগে রাইজিং জুনিয়র এবং রিজেন্সি স্পোর্টস জয়ী