চট্টগ্রামে টিকা নিলেন আরো ১৬ হাজার জন

দ্বিতীয় ডোজ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৩ এপ্রিল, ২০২১ at ৬:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গতকাল বৃহস্পতিবার করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৫ হাজার ৯০৫ জন। এর মধ্যে জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা ৭ হাজার ৪৭২ জন এবং নগরীর ৮ হাজার ৪৩৩ জন। এ নিয়ে গত ৮ এপ্রিল থেকে শুরু হয়ে ১২ কার্যদিবসে চট্টগ্রামে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৭১ হাজার হাজার ৩৭৯ জন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে করোনার প্রথম ডোজ দেয়া শুরু হয়। গতকাল বৃহস্পতিবারও অনেকে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, বৃহস্পতিবার জেলার বিভিন্ন উপজেলার ৬০২ জন ও নগরীর ৯৩১ জন প্রথম ডোজ গ্রহণ করেন। এ পর্যন্ত ৪ লাখ ৫০ হাজার ৯৩ জন প্রথম ডোজ গ্রহণ করেন। এর মধ্যে রয়েছেন নগরীতে ২ লাখ ৫১ হাজার ১৭৩ জন ও জেলায় ১ লাখ ৯৮ হাজার ৯২০ জন। চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ার টিকা উৎপাদন হবে বাংলাদেশে
পরবর্তী নিবন্ধমাহে রমজানের সওগাত