চট্টগ্রামে টিকাগ্রহীতার সংখ্যা ছাড়াল আড়াই লাখ

নিবন্ধন প্রায় চার লাখ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১ মার্চ, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনার টিকাগ্রহীতার সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে। গতকাল রোববার পর্যন্ত মহানগর ও উপজেলা মিলিয়ে চট্টগ্রাম জেলায় মোট ২ লাখ ৬৯ হাজার ১৪৮ জন মানুষ করোনার টিকা নিয়েছেন, যা টিকা গ্রহণে আগ্রহী মোট নিবন্ধনকারীর ৬৯ ভাগ প্রায়। গতকাল দুপুর পর্যন্ত চট্টগ্রামের মোট ৩ লাখ ৯১ হাজার ৬১৬ জন অনলাইনে টিকার নিবন্ধন সম্পন্ন করেছেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরী আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন। চসিকের স্বাস্থ্য বিভাগ ও সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, মহানগরসহ চট্টগ্রাম জেলায় গতকাল একদিনে মোট ১৩ হাজার ৯৭ জন টিকা গ্রহণ করেছেন। গতকাল টিকাগ্রহীতাদের মধ্যে মহানগরের ১১টি কেন্দ্রে মোট ৭ হাজার ৯৫৪ জন টিকা নিয়েছেন। ১৪ উপজেলায় ৫ হাজার ১৪৩ জন টিকা নিয়েছেন।
মহানগরসহ জেলায় গতকাল পর্যন্ত মোট টিকাগ্রহীতা ২ লাখ ৬৯ হাজার ১৪৮ জনের মধ্যে ১ লাখ ৬২ হাজার ৭৫৯ জন পুরুষ এবং ১ লাখ ৬ হাজার ৩৮৯ জন মহিলা টিকা নিয়েছেন। মোট টিকাগ্রহীতার মধ্যে মহানগরে ১ লাখ ৩৫ হাজার ১৮৬ জন এবং উপজেলা পর্যায়ে ১ লাখ ৩৩ হাজার ৯৬২ জন টিকা নিয়েছেন। টিকাদানের ক্ষেত্রেও অন্যান্য অঞ্চলের তুলনায় চট্টগ্রাম অনেক এগিয়ে রয়েছে বলে জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।
অনলাইনে নিবন্ধন প্রায় চার লাখ : চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রামে টিকা গ্রহণে আগ্রহীর সংখ্যা এরই মধ্যে ৪ লাখ ছুঁইছুঁই। গতকাল দুপুর পর্যন্ত মহানগরসহ চট্টগ্রাম জেলায় মোট ৩ লাখ ৯১ হাজার ৬১৬ জন অনলাইনে টিকার নিবন্ধন সম্পন্ন করেছেন।
এদিকে, নিবন্ধনকৃতদের মধ্যে গতকাল পর্যন্ত টিকা গ্রহণ করেছেন ২ লাখ ৬৯ হাজার ১৪৮ জন। চট্টগ্রামে মোট নিবন্ধনধারীর প্রায় ৬৯ ভাগ এরই মধ্যে টিকা নিয়েছেন। এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে বলেন, চট্টগ্রামে মোট নিবন্ধনধারীদের মধ্যে মহানগরে টিকা নিতে নিবন্ধন করেছেন ২ লাখ ১৩ হাজার ৯৩০ জন। উপজেলা পর্যায়ে ১ লাখ ৭৭ হাজার ৬৮৬ জন নিবন্ধন করেছেন।
উল্লেখ্য, সারা দেশের পাশাপাশি ৭ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে করোনার টিকাদান শুরু হয়েছে চট্টগ্রামে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে দুই মৃত্যু শনাক্ত আরো ২৯
পরবর্তী নিবন্ধইমুর ঘরে তিন অতিথি