চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৩২ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণ হার ২ দশমিক ৯ শতাংশ। এ নিয়ে টানা দশ দিন করোনাভাইরাসের সংক্রমণ হার ৫ শতাংশের নিচে রয়েছে। এ সময় ১ হাজার ৫২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৩২ জনের মধ্যে নগরীর ২২ জন ও উপজেলার ১০ জন।
জেলায় এ পর্যন্ত আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৫৯৪ জনে। এর মধ্যে নগরীর ৭৩ হাজার ৫৮৯ জন ও উপজেলার ২৮ হাজার ৫ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে মীরসরাইয়ে ৪ জন, হাটহাজারী ও বাঁশখালীতে ২ জন করে এবং রাউজান ও বোয়ালখালীতে ১ জন করে রয়েছেন।
সিভিল সার্জন অফিস জানায়, চট্টগ্রামে সর্বশেষ ১৫ সেপ্টেম্বর করোনার সংক্রমণ হার ছিল ৬ দশমিক ৩৯ শতাংশে। এরপর গত দশ দিন আর ৫ শতাংশ অতিক্রম করেনি। এর মধ্যে সর্বনিম্ন সংক্রমণ হার ছিল ১৯ সেপ্টেম্বর, ১ দশমিক ৭৮ শতাংশ।
এদিকে করোনায় গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১ জনের মৃত্যু হয়েছে। তিনি নগরীর বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯০ জনে। এর মধ্যে নগরীর ৭১২ জন ও উপজেলার ৫৭৮ জন। সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সুস্থ হয়েছেন ৪১ জন। জেলায় মোট সুস্থ মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ হাজার ৬০৯ জনে। একই সময় আইসোলেশন ও কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ৯৬ জন, ছাড়পত্র নিয়েছেন ৪৬ জন। বর্তমানে ১ হাজার ৬৪৪ জন কোয়ারেন্টাইনে রয়েছেন।












