টানা হারে দেয়ালে পিঠ ঠেকে গেছে দুর্দান্ত ঢাকার। আসর থেকেই ছিটকে পড়েছে তারা। অন্যদিকে খুলনা টাইগার্সও ছন্দে নেই। প্রথম চারটি ম্যাচ জেতার পর টানা পাঁচ ম্যাচে হেরেছে তারা। দুই দলই আজ হারের সেই জট খোলার লক্ষ্যে নেমেছে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।
ঢাকা একাদশ : নাঈম শেখ, অ্যাডাম রসিংটন, সাইফ হাসান, অ্যালেক্স রস, শন উইলিয়ামস, ইরফান শুক্কুর, মোসাদ্দেক হোসেন, আলাউদ্দিন বাবু, চতুরঙ্গ ডি সিলভা, তাসকিন আহমেদ (অধিনায়ক), শরিফুল ইসলাম।
খুলনা একাদশ : এভিন লুইস, এনামুল হক বিজয় (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন, ওয়েইন পারনেল, মুকিদুল ইসলাম,আরিফ আহমেদ, শাই হোপ, পারভেজ হোসেন ইমন, নাহিদুল ইসলাম, ওশেন থমাস।