চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগানে টিকটক বানাতে গিয়ে ১২ কিশোর-যুবক আটক

কর্ণফুলী প্রতিনিধি | শুক্রবার , ২৫ জুলাই, ২০২৫ at ৯:৩০ অপরাহ্ণ

কর্ণফুলীতে ‘জয় বাংলা’ বলে মিছিল করে টিকটক ভিডিও বানানোর অভিযোগে ১২ কিশোর-যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর ৬ নম্বর ওয়ার্ডের কালা মিয়ার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন— মোঃ সাইফুল ইসলাম (১৯), আব্দুর রহমান জাহেদ (১৮), আরাফাত হোসেন মিনহাজ (১৮), আশরাফুল জামাল রিয়াদ (১৮), ফোরকান (১৯), ইয়াছিন আরাফাত (১৮), আব্দুল করিম আদর (১৮), আবু হাছনাইন বিজয় (১৮), মোঃ ইকবাল (১৯), আশিকুল ইসলাম আকাশ (১৮), শরীফুল ইসলাম (১৮) এবং আকিফুল ইসলাম আকিব (১৮)। এরা সবাই উপজেলার চরপাথরঘাটা এবং চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ওই কিশোররা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে রাস্তায় মিছিলের মতো করে টিকটক ভিডিও বানাচ্ছিল। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। তবে ভিডিওটি তারা ফেসবুকে আপলোড করতে পারেনি বলে দাবি পুলিশের।

আটক যুবক জাহেদের পিতা মো. জাহাঙ্গীর আলম বলেন, “ছেলেরা মিলে দুষ্টুমির ছলে ভিডিও করছিল। সেখানে ‘জয় বাংলা’ বলেছে—এ কারণে পুলিশ তাদের ধরে এনেছে। আমার ছেলে ভোটার হলেও অন্যরা এখনও অপ্রাপ্তবয়স্ক। তারা কেউ রাজনীতিতে জড়িত না। মনে হচ্ছে, কেউ গোপনে হিংসাত্মক মনোভাবে পুলিশকে খবর দিয়ে ফাঁসিয়েছে।”

জানা গেছে, এসব কিশোর-যুবক ‘চুলকানি বাহিনী ফানি বিনোদন’ নামের একটি ফেসবুক পেজ পরিচালনা করে। সেখানে মাঝেমধ্যে মজার ভিডিও বানিয়ে আপলোড করে তারা।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, “তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, যদি আটক কিশোররা রাজনৈতিক উদ্দেশ্যে না থাকে, তবে অভিভাবকদের মুচলেকায় ছেড়ে দেওয়ার সুযোগ রয়েছে। তাদের মতে, কম বয়সীরা অনেক সময় না বুঝে এমন কাজ করে বসে, যা সংশোধনের সুযোগ থাকা উচিত।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বাইক নিয়ে বের হয়ে দুই ভাইসহ তিন যুবক ফিরল লাশ হয়ে
পরবর্তী নিবন্ধএকাদশে ভর্তিতে অঞ্চলভেদে ভর্তি ফি নির্ধারণ, সর্বোচ্চ ৮৫০০ সর্বনিম্ন ১৫০০