চট্টগ্রামে জেলা ও মহানগরে নতুন দায়রা জজ নিয়োগ

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩১ আগস্ট, ২০২৪ at ৪:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নতুন জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ নিয়োগ দিয়েছে সরকার। জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান খান। তিনি ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারকাজ পরিচালনা করে আসছিলেন। এছাড়া মহানগর দায়রা জজ হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল৪ এর বিচারক মো. জাকির হোসেন। গত বৃহস্পতিবার রাতে নিয়োগসংক্রান্ত এ প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। বদলিকৃত কর্মস্থলে অবিলম্বে যোগদানের নির্দেশ দেওয়া হয় প্রজ্ঞাপনে। এদিকে পৃথক অপর একটি প্রজ্ঞাপনে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল৪ এ নিয়োগ দেওয়া হয়েছে বগুড়ার জেলা ও দায়রা জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরীকে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ জেবুন্নেছাকে চট্টগ্রাম শ্রম আদালত২ এর চেয়ারম্যান করা হয়েছে। চট্টগ্রাম শ্রম আদালত২ এর চেয়ারম্যান এস এম জিললুর রহমানকে কঙবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল১ এ নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামের প্রশাসনিক ট্রাইব্যুনালের বিচারক ফারুক আহমেদকে ঢাকার নির্বাচন কমিশন সচিবালয়ে যুগ্ম সচিব ও চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল১ এর বিচারক মুরাদ এ মাওলা সোহেলকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পৃথক প্রজ্ঞাপনেও বদলিতকৃত কর্মস্থলে অবিলম্বে যোগদান করার জন্য বলা হয়।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত সূত্র জানায়, নতুন মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন ১৯৯৯ সালে বিচার বিভাগে যোগদান করেন। ঢাকায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ঝিনাইদহ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি। চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজও ছিলেন। সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে থাকাকালে ৫০/৬০ টি মামলা একত্রে নিষ্পত্তি করে পরিবারে শান্তির ব্যবস্থা করে দেন। সুনামগঞ্জে শিশু আদালতে থাকা কালে তিনি একসাথে ৭০ জন শিশুকে প্রবেশন দিয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবন্যায় খাগড়াছড়ির ১০৭ কিমি গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে ৫৪ সড়কের ২০০ কিলোমিটার ক্ষতবিক্ষত