জামায়াতের ডাকা দেশব্যাপী ২৪ ঘণ্টা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী। বুধবার (২৯ নভেম্বর) নগরীর হালিশহরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করা হয়। এতে নগর, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষ আবারও একতরফা, পাতানো নির্বাচন দেখতে চায় না। সবকিছু জেনেও অবৈধ তফসিল ঘোষণা করে দেশকে অনাকাঙ্ক্ষিত সঙ্ঘাত-সংঘর্ষের দিকে ঠেলে দিয়েছে নির্বাচন কমিশন। দেশে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টির দায় আজ্ঞাবহ কমিশনকেও নিতে হবে।
নেতৃবৃন্দ বলেন, হামলা-মামলা-গ্রেফতার করে জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলোর আন্দোলন দমানো যাবে না। সরকার জনগণের দাবি উপেক্ষা করে ক্ষমতা কুক্ষিগত করতে ষড়যন্ত্রের যে নীলনকশা করেছে দেশবাসী তা বাস্তবায়ন হতে দেবে না।