আল আরাফাহ ইসলামী ব্যাংক ২৭তম জাতীয় যুব হকি প্রতিযোগিতা আগামী ১৫ অক্টোবর হতে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হবে। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা সম্প্রতি সিজেকেএস হকি কমিটির চেয়ারম্যান আবুল হাসেমের সভাপতিত্বে ও সম্পাদক মো. লুৎফুল করিম সোহেলের সঞ্চালনায় সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম জেলা দলের চীফ দ্যা মিশন হিসেবে সিজেকেএস কাউন্সিলর সাইফুল আলম খাঁন, ম্যানেজার হিসেবে মুশফিকুর রহমান আরমান এবং কোচ হিসেবে মহসিনুল হক চৌধুরীকে মনোনীত করা হয়। সভায় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মো. জাহাঙ্গীর, শাহাদাত হোসেন, মকসুদুর রহমান বুলবুল প্রমুখ।