চট্টগ্রামে জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা আজ শুরু

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৯ নভেম্বর, ২০২৫ at ৫:০৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা২০২৫ (পুরুষ ও মহিলা) আজ ৯ নভেম্বর থেকে সাগরিকাস্থ বাস্কেটবল কোর্টে শুরু হচ্ছে। এ প্রতিযোগিতা ১৭ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিযোগিতা শুরু উপলক্ষে এক সংবাদ সম্মেলন গতকাল সিজেকেএস কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস বাস্কেটবল উপ কমিটির সম্পাদক প্রসেনজিৎ দত্ত রাজু। তিনি জানান, আজ বিকাল ৪টায় জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতার পুরুষ ও মহিলা বিভাগের গ্রুপ পর্যায় ও চূড়ান্ত পর্বের খেলাসমূহ শুরু হবে। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে গ্রুপ পর্বে ৯টি, সেমিফাইনালে ২টি, ৩য় স্থান নির্ধারণী ম্যাচ ১টি ও ফাইনাল ১টি ম্যাচসহ সর্বমোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে: গ্রুপ পর্ব বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌ বাহিনী, বাংলাদেশ পুলিশ (প্রথম পর্ব)। চূড়ান্ত পর্বআলফা ১, আলফা ২, ব্রাভো ১, ব্রাভো ২, চার্লি ১, চার্লি ২। আলফা হচ্ছে বিভাগীয় এবং জেলা দল, ব্রাভো হচ্ছে বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিত্বকারী দল, চার্লি সামরিক,আধা সামরিক,বেসামরিক সংস্থার প্রতিনিধিত্বকারী দল। এই দুটি পর্বের জন্য বাজেট নির্ধারণ করা হয়েছে সর্বমোট ৫,০০,০০ টাকা। প্রতিযোগিতার সমুদয় বাজেটের অর্থ বাস্কেটবল ফেডারেশন এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা বহন করবে। চ্যাম্পিয়ন দল, রানার্স আপ দল ও খেলোয়াড়দেরকে ট্রফি, মেডেল ও প্রাইজমানি ফেডারেশন কর্তৃক প্রদান করা হবে। চ্যাম্পিয়ন দল প্রাইজমানি পাবে ১,০০,০০০ টাকা, রানার্স আপ দলের প্রাইজমানি ৭৫,০০০ টাকা, ৩য় স্থান অধিকারী দলের প্রাইজমানি ৫০,০০০টাকা। এছাড়া ফাইনালের সেরা খেলোয়াড় প্রাইজমানি হিসেবে পাবেন ২৫,০০০ টাকা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ (অব:), সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব ও বাস্কেটবল উপ কমিটির চেয়ারম্যান আবদুল বারী। এছাড়া বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের এ্যাডহক কমিটির সদস্য অনুরুদ্ধ তালুকদার বর্ণ, সিজেকেএস বাস্কেটবল উপ কমিটির ভাইস চেয়ারম্যান কুইন্টেন রিবেরো, যুগ্ম সম্পাদক রবিউল হাসান বাবলু, সদস্য ইমরুল কায়েস, রোমেল রাশা, সিজেকেএস সহ: প্রশাসনিক কর্মকর্তা আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধখুলনার বিপক্ষে চট্টগ্রামের ৮ উইকেটে ৩৪০ রান
পরবর্তী নিবন্ধকুমিল্লাকে হারিয়ে সেমিফাইনালে চট্টগ্রাম