চট্টগ্রামে জাতীয়তাবাদী প্রকৌশলীদের ফুটবল উৎসব

| সোমবার , ১০ নভেম্বর, ২০২৫ at ৬:২১ পূর্বাহ্ণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ফুটবল উৎসব ২০২৫। চট্টগ্রামের বিভিন্ন সরকারিবেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ২০০ জনেরও বেশি প্রকৌশলী অংশ নেন এ আয়োজনে। মোট ৮টি দল ও ৭২ জন খেলোয়াড়ের অংশগ্রহণে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। ফাইনাল খেলায় জিবু স্ট্রাইকারর্স চ্যাম্পিয়ন এবং ইস্টবেঙ্গল রেজিমেন্ট রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বার্তা পাঠান বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল। বিশেষ অতিথি ছিলেন এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা প্রকৌশলী ইকবাল করিম। এতে সভাপতিত্ব করেন এ্যাব চট্টগ্রাম বিভাগের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী আতিকুজ্জামান বিল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধনোয়াখালীতে চুকবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতার শুভ উদ্বোধন
পরবর্তী নিবন্ধআফগানিস্তানকে হারিয়ে যুব ওয়ানডে সিরিজে সমতা আনলো বাংলাদেশ