দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জাতীয় পার্টি লাঙ্গলের মনোনয়ন নিয়েছেন দলের প্রার্থীরা। চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়নপত্র নিয়েছেন চট্টগ্রাম–১ মীরসরাইয়ে আসনে মনোনয়নপত্র নিয়েছেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব মো. এমদাদ হোসাইন চৌধুরী।
চট্টগ্রাম– ২ ফটিকছড়ি আসনের জন্য দলীয় মনোনয়ন নিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পাটির সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক জহুরুল ইসলাম রেজা ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি চট্টগ্রাম উত্তরের আহ্বায়ক সফিউল আলম লিটন।
চট্টগ্রাম–৩ সন্দ্বীপ আসনের জন্য দল থেকে মনোনয়নপত্র নিয়েছেন জাতীয় পার্টি সন্দ্বীপ উপজেলার আহ্বায়ক এম এ সালাম ও জাতীয় পার্টি উত্তর জেলার আহ্বায়ক সালেহ মজিব প্রিন্স।
চট্টগ্রাম–৪ সীতাকুণ্ড আসনে মনোনয়ন ফরম নিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান দিদারুল কবির দিদার।
চট্টগ্রাম–৫ আসন হাটহাজারী আসনের জন্য মনোনয়ন নিলেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।
চট্টগ্রাম–৬ রাউজান আসনের জন্য মনোনয়ন নিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও চট্টগ্রাম উত্তরের সদস্য সচিব মো. সফিক উল আলম।
চট্টগ্রাম– ৭ রাঙ্গুনিয়া আসনে মনোনয়ন নিলেন জাতীয় যুব সংহতি চট্টগ্রাম উত্তরের সাধারণ সম্পাদক মুছা আহমেদ রানা।
চট্টগ্রাম–৮ চান্দগাঁও–বোয়ালখালী আসনে দল থেকে মনোনয়নপত্র নিয়েছেন জাতীয় পাার্ট প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ।
চট্টগ্রাম–৯ কোতোয়ালী আসন থেকে মনোনয়নপত্র নিয়েছেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা সানজিদ রশিদ চৌধুরী।
চট্টগ্রাম– ১০ ডবলমুরিং আসনে মনোনয়নপত্র নিয়েছেন জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক আবু জাফর মাহমুদ কামাল ও সহ সভাপতি আবু তাহের।
চট্টগ্রাম– ১১ বন্দর–পতেঙ্গা আসনে মনোনয়নপত্র নিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ।
চট্টগ্রাম– ১২ আসনে মনোনয়ন নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের শিল্প বিষয়ক উপদেষ্টা সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম চৌধুরী ও চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক নুর ছাপা সরকার।
চট্টগ্রাম– ১৩ আসনে মনোনয়নপত্র নিয়েছেন দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক আবদু বর টিপু।
চট্টগ্রাম– ১৪ আসনের মনোনয়ন নিলেন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আ জা মো অলি উল্লাহ চৌধুরী মাসুদ।
চট্টগ্রাম– ১৫ আসনে মনোনয়নপত্র নিয়েছেন দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক এম এ সালাম।
চট্টগ্রাম–১৬ আসনের মনোনয়নপত্র নিলেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী।










