চট্টগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

| রবিবার , ৬ এপ্রিল, ২০২৫ at ৬:৫৩ অপরাহ্ণ

“তারুণ্যের অংশগ্রহণ, খেলাধূলার মানোন্নয়ন”—এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে চট্টগ্রামে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে রবিবার (৬ এপ্রিল) সকাল ১১টায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে শুরু হয়ে কাজীর দেউরি মোড় প্রদক্ষিণ করে এম এ আজিজ স্টেডিয়ামের চত্বরে এসে শেষ হয়। জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে র‍্যালির নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা।

র‍্যালি শেষে এম এ আজিজ স্টেডিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জাতীয় ক্রীড়া পরিষদের উপ-পরিচালক ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মোঃ সিহাব উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও সিজেকেএস-এর অ্যাডহক কমিটির সদস্য সচিব আবদুল বারী।

সভায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য শাহনেওয়াজ রিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সাইদুল ইসলাম মীর (ইবেন মীর)।

আলোচনা সভায় বক্তারা বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চা নয়—এটি সমাজ গঠনের অন্যতম হাতিয়ার। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে সুস্থ, সচেতন এবং দক্ষ প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তাবৃন্দ, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন একাডেমির প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধমহাসড়কটি মানুষ খেকোতে পরিণত হচ্ছে, নেপথ্যের কারণ কি?
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে রাতের আঁধারে পুলিশ দেখে পালানোর চেষ্টা, আটক ৩