চট্টগ্রামে ছিনতাইকারীর দৌরাত্ম্য থামবে কোথায়

| মঙ্গলবার , ৯ ডিসেম্বর, ২০২৫ at ৭:০৬ পূর্বাহ্ণ

বাংলাদেশের অর্থনৈতিক রাজধানীখ্যাত বন্দরনগরী চট্টগ্রামের ব্যস্ততম সড়কসমূহের মধ্যে অন্যতম হলোআগ্রাবাদ, জিইসি, ষোলশহর, মুরাদপুর, নতুন ব্রিজ, নিউমার্কেট, প্রিপোর্ট, কাঠগড় প্রভৃতি। কিন্ত, বিগত কয়েকমাস যাবত দেখা যাচ্ছে নগরীর ব্যস্ততম সড়কসমূহে দিবারাত্রি সমানতালে চলছে চুরি, ছিনতাই। নগরীর প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে কিছু অপরাধী চক্রের সদস্যরা সক্রিয় রয়েছে। প্রতিদিনই কোনো না কোনোভাবে এসকল চক্রের ফাঁদে পড়ে স্বর্ণালঙ্কার থেকে শুরু করে নগদ অর্থ, স্মার্টফোন সব হারিয়ে নিঃস্ব হচ্ছে শতশত মানুষ। অথচ, প্রশাসনের পক্ষ থেকে কোনো জোরালো পদক্ষেপ বিগত কয়েক মাসে দেখা যায়নি। তাই, চুরিছিনতাইয়ের আতঙ্কে নানান শ্রেণি পেশার হাজার হাজার মানুষ। এখনই এসব চক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে ভবিষ্যতে তারা আরও বেপরোয়া হয়ে উঠবে। তাই প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখনই ছিনতাইকারী অপরাধীদের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা দরকার। অন্যথায়, সাধারণ মানুষ প্রতিনিয়ত নিজেদের মূল্যবান জিনিসপত্র হারাবে।

মো. ইফতেখার রেজা

শিক্ষার্থী, ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটি, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধবেগম রোকেয়া : নারী মুক্তি আন্দোলনের অন্যতম পথিকৃৎ
পরবর্তী নিবন্ধপ্রবাসীদের জীবন : নীরব যুদ্ধের গল্প