আসন্ন জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় আকস্মিক মিছিল করেছে ইসলামী ছাত্রশিবিরের কয়েকশ নেতাকর্মী।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে নগরের নিউমার্কেট মোড় থেকে মিছিলটি শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি আমতাল এলাকার শাহ আমানত মার্কেটের কাছে গিয়ে শেষ হয়। তবে মিছিল বের করার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) অতনু চক্রবর্তী বলেন, ‘নিউমার্কেট এলাকায় শিবিরকর্মীরা হঠাৎ মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও পুলিশ ভ্যানের সাইরেনের শব্দ শুনে তারা পালিয়ে যায়।’
‘পুলিশ বেশ কয়েকজন নেতাকে চিহ্নিত করেছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে’, বলেন তিনি। নিউমার্কেট এলাকার দারুল ফজল মার্কেটে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় কার্যালয় আছে।