চট্টগ্রাম শহরের বিভিন্ন থানায় চলমান সহিংসতা, অস্থিতিশীলতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত সন্দেহে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে মোট ২৯ জনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ (সিএমপি)। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, ছাত্র-যুব সংগঠনের সদস্য, এমনকি একাধিক থানার তালিকাভুক্ত অপরাধী।
মঙ্গলবার (৮ এপ্রিল) মধ্যরাত থেকে শুরু করে পরদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই অভিযান চালানো হয়। সিএমপি সূত্র জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। অনেকে সম্প্রতি সংঘটিত ছাত্র জনতার ওপর হামলা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে জড়িত বলেও অভিযোগ রয়েছে।
গ্রেফতার হওয়াদের মধ্যে কর্ণফুলী, ইপিজেড, বন্দর, হালিশহর, চান্দগাঁও, সদরঘাট, বাকলিয়া, আকবরশাহ, ডবলমুরিং, চকবাজার, খুলশী, পাহাড়তলী ও বায়েজিদ থানার অন্তত ১৩টি এলাকা থেকে অভিযুক্তদের ধরা হয়েছে। গ্রেফতারদের তালিকায় আছেন স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্র সংগঠনের পদধারী ব্যক্তিরাও।
চট্টগ্রাম মহানগর পুলিশ জানিয়েছে, “সহিংসতার ছক আঁকা হয়েছিল দীর্ঘদিন ধরেই। পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় স্থিতিশীলতা ভেঙে দেওয়ার পাঁয়তারা করছিল কিছু ব্যক্তি ও গোষ্ঠী। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করছি।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাস ও বিশৃঙ্খলা রোধে এই ধরনের অভিযান চলমান থাকবে। পাশাপাশি মামলার অন্যান্য পলাতক আসামিদের খুঁজে বের করতেও অভিযান জোরদার করা হচ্ছে।