চট্টগ্রামে ছাত্রলীগ ও আওয়ামী লীগের আরও ২৯ জন গ্রেফতার

| বৃহস্পতিবার , ৩ এপ্রিল, ২০২৫ at ৫:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে মোট ২৯ জনকে গ্রেফতার করেছে।

এই গ্রেফতারকৃতদের অধিকাংশই ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, সন্ত্রাসী কার্যক্রম ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- বায়েজিদ বোস্তামী থানার মো. আজাদ উদ্দিন (৪৭), মো. জাফর (৩৫), মো. শুভ প্রঃ রবিউল (২৫), পতেঙ্গা থানার মো. এনামুল হক (৩৬), ইপিজেড থানার মো. মনজু ওরফে মজনু (২৯), মিঠু হালদার (৩০), রতন বড়াইক (৩৪), আকবরশাহ থানার পূর্ণিমা বনিক সৃষ্টি (২৩), টুকু বালা নাথ (৫৮), আকাশ হোসেন ওরফে ইসলাম (১৯), মো. মুন্না (১৯), মো. রবিউল ইসলাম (৩০), মো. কিরন (২৮) এবং আরো অনেক নেতা-কর্মী।

এছাড়া, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি এবং বন্দর থানার সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী (৬৬) সহ অন্যান্যদেরও গ্রেফতার করা হয়েছে। তারা সকলেই ছাত্রলীগ ও আওয়ামী লীগের সাথে গভীরভাবে জড়িত বলে জানা গেছে।

সিএমপি’র একজন কর্মকর্তা জানান, এদের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কার্যক্রম এবং সহিংসতা চালানোর অভিযোগ রয়েছে। বিশেষ করে ছাত্র আন্দোলনে হামলার সঙ্গে তাদের নাম জড়িত। চট্টগ্রামে শান্তি এবং আইনশৃঙ্খলা রক্ষা করার লক্ষ্যে এ ধরনের অভিযান চালানো হচ্ছে।”

এছাড়া, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসী বিরোধী আইন এবং দণ্ডবিধির আওতায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত আদালতে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে, বিশেষত আসন্ন নির্বাচনকে সামনে রেখে সহিংসতা রোধে পুলিশ আরও কঠোর অবস্থানে যাবে বলে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিসিটিভি ফুটেজ দেখে কিলিং মিশনে অংশ নেওয়া দুইজন গ্রেফতার
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে সংঘর্ষের ছবি তুলতে গিয়ে হামলার শিকার সাংবাদিক