চট্টগ্রামে চোলাই মদসহ ৩ পাহাড়ি আটক

আজাদী অনলাইন | বুধবার , ১৩ মার্চ, ২০২৪ at ১২:১৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে ৪১০ লিটার দেশিয় তৈরি চোলাই মদসহ ‌রিপর চাকমা (২২), লি‌খি চাকমা (২২) ও নতুন চাকমা (২২) নামে ৩ মাদক কারবারিকে আটক করেছে পতেঙ্গা থানা পু‌লিশ।

বুধবার (১৩ মার্চ) থানা সূত্রে নি‌শ্চিত করা হয়, গতকাল স্টিলমিল এলাকা থেকে তাদের আটক করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পতেঙ্গা মডেল থানাধীন স্টিল মিল বাজারস্থ নুরুন্নবী গলি, কমা ম্যানশনে অভিযান পরিচালনা করে রিপন চাকমা, লিখি চাকমা ও নতুন চাকমাকে ৪১০ লিটার দেশিয় তৈরি চোলাই মদসহ আটক করে থানা পুলিশ।

পতেঙ্গা থানার ওসি মোঃ কবিরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিপিডিএল এর অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধকোতোয়ালীতে পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার