চট্টগ্রামে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, প্রাণ গেল দুজনের

নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:২০ অপরাহ্ণ

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মৃত ‍দু’জন হলেন- শাকিলা আক্তার (২৬) ও শান্তা সর্দার (২০)। এদের মধ্যে শাকিলার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় এবং শান্তা চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ঝাউতলা এলাকার বাসিন্দা ছিলেন।

ডেঙ্গু আক্রান্ত শাকিলাকে ৯ সেপ্টেম্বর এবং শান্তাকে ৭ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে শাকিলার ‘এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম’ এবং শান্তার ডেঙ্গু ফিভার ও কার্ডিয়াক অ্যারেস্টের তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৭ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ২ জন সীতাকুণ্ডের বিআইটিআইডি হাসপাতালে ও ৩ জন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই হ্রদে ভাসছিল দুই শিশুর পায়ের জুতা, পরে লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধপ্রশাসন নিয়োগ না হওয়া পর্যন্ত চবিতে ক্লাস অনলাইনে